হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় অটোরিকশা উল্টে খাদে পড়ে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক আশরাফুল মিয়া (১৮) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্ন্যাসীপাড়া গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আশরাফুল মিয়া ওই গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আশরাফুল তাঁর অটোরিকশায় ধানের চারা বোঝাই করে রংছাতি ইউনিয়নের কৃষ্টপুর এলাকা থেকে সীমান্ত সড়ক হয়ে নিজ গ্রাম সন্ন্যাসীপাড়া উদ্দেশে রওনা হন। রাতে বাড়ির সামনে আসলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে উল্টে যায়। আশরাফুল নিচে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শামীম আরা নিপা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাঁদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে রাতেই আশরাফুলের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে