হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দ, ২ জনের নামে মামলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার দুর্গাপুরে জব্দ করা খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে এসব চাল জব্দ করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তায় করে ১ হাজার ৯০ কেজি চাল গত বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সেনাবাহিনীকে এ বিষয় জানান। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে বস্তাগুলো জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যান।

চাল জব্দের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ক্রেতা ও মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করা হয়।

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জেলার খবর, ময়মনসিংহ, নেত্রকোনা, দুর্গাপুর, খাদ্য বান্ধব কর্মসূচি, চাল জব্দ, মামলা

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন