হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দ, ২ জনের নামে মামলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার দুর্গাপুরে জব্দ করা খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে এসব চাল জব্দ করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তায় করে ১ হাজার ৯০ কেজি চাল গত বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সেনাবাহিনীকে এ বিষয় জানান। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে বস্তাগুলো জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যান।

চাল জব্দের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ক্রেতা ও মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করা হয়।

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জেলার খবর, ময়মনসিংহ, নেত্রকোনা, দুর্গাপুর, খাদ্য বান্ধব কর্মসূচি, চাল জব্দ, মামলা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে