হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্রেণিকক্ষের দরজা খুলতেই দপ্তরি বাবার ঝুলন্ত লাশ দেখল মেয়ে

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরী কাম দপ্তরি রিপন চন্দ্র হুড়ের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌর শহরের হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিপন চন্দ্র হুড়ের বাড়ি পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামে। তিনি মৃত সুবোধ চন্দ্র হুড়ের ছেলে।

নিহতের পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর ধরে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে চাকরি করছেন রিপন। তাঁর মেয়ে অর্না একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। গতকাল রোববার সন্ধ্যায় তিনি ময়মনসিংহে যাবেন বলে বিদ্যালয়ের চাবি স্ত্রীর কাছে রেখে যান। পরদিন (আজ সোমবার) মেয়েকে বিদ্যালয়ের রুমের তালা খোলার কথা বলে যান।

বাবার কথামতো মেয়েটি বিদ্যালয়ের তালা খুলতে যায়। একপর্যায়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষের দরজা খোলার পর বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে। তবে পরিবার থেকে অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বলেন, দুঃখজনক একটি ঘটনা। সকালে মেয়ে এসে শ্রেণিকক্ষের তালা খুলে ভেতরে রিপনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী সম্পা রানী বলেন, ‘রিপন ঋণগ্রস্ত থাকায় কিছুদিন ধরে হতাশায় থাকতেন। এ থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।’

এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা () সুমন চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা