হোম > সারা দেশ > ময়মনসিংহ

বেতনের দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় বেতনের দাবিতে আইসক্রিম কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আইসক্রিম কারখানার শ্রমিকেরা। আজ রোববার উপজেলার মেহেরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ী লাভেলো আইসক্রিম কারখানাতে দুই থেকে আড়াই শতাধিক শ্রমিক কাজ করেন। তারা দুই মাসের বকেয়া বেতনসহ নানা দাবিতে সকালে কাজ বন্ধ রেখে কারখানার সামনে অবস্থান নেয়। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।  

শ্রমিকেরা জানান, অক্টোবরে আংশিকসহ তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তা ছাড়া তাদের ১৬ মাসের নাইট বিল, ১৪ মাসের ভাতা বকেয়া আছে। দেই–দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনাদি পরিশোধ করছে না।

ফলে, বাসাভাড়া, বাজার করতে তাদের সমস্যা হচ্ছে। সরকারের ঘোষণা অনুসারে তাদের বেতন বাড়ানো হয় না। নানাবিধ কারণে তারা আজ মহাসড়কে অবস্থান নিয়েছেন বলে জানান।

এ বিষয়ে জানতে লাভেলো আইসক্রিম কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভরাডোবা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, বকেয়া বেতনসহ কিছু দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার দেড় থেকে দু শ শ্রমিক মহাসড়কে নেমে ছিল। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা