হোম > সারা দেশ > ময়মনসিংহ

টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের শিশুকে রেখে নারী উধাও

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় একটি বাড়িতে ঢুকে টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের শিশুকে রেখে উধাও হয়েছেন নারী। আজ শনিবার বিকেলে শিশুটিকে আদালতে তোলা হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজাবে রহমত। 

ইউএনও মেজাবে রহমত আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে (শনিবার) শিশুটির বিষয়ে সিদ্ধান্তের জন্য শিশু কল্যাণ বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। শিশুটির জন্য কাপড়, খাবার নিয়ে আমি নিজেই যাচ্ছি। বিকেলে শিশুটিকে আদালতে তোলা হবে। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’ 

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামে। ঘটনার পর ওই বাড়ির সবাই বিপাকে পড়ে যান। পরে ওই দিন রাত ১০টার দিকে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই বাড়ির কর্তা আলমগীর হোসেন। এরপর থেকে শিশুটি আলমগীর হোসেন ও তার স্ত্রীর জিম্মায় রয়েছে। 

থানার পুলিশ বলছে, পলাতক নারীই এক বছর বয়সী ওই শিশুটির মা এবং তিনি ইচ্ছাকৃত ওই বাড়ির গৃহবধূর কাছে সন্তানটি রেখে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ওই পরিবারের বরাত দিয়ে বলেন, ‘গতকাল শুক্রবার দুপুরের দিকে বোরকা পরা এক নারী গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে যান। বাড়িতে গিয়ে আলমগীর হোসেনের স্ত্রী রবিলা খাতুনকে ওই নারী বলেন, আশপাশে কোথাও টয়লেট নেই। টয়লেটের অনেক চাপ, বাচ্চাটা রাখেন, টয়লেট সেরে আমি বাচ্চাটাকে নিয়ে যাব। এরপর অনেক সময় গেলেও ওই নারী আর ফিরে আসেননি। পরে তাঁকে আশপাশের এলাকায়ও অনেক খোঁজাখুঁজি করা হয়। এমতাবস্থায় আলমগীর হোসেন রাত ১০টার দিকে থানায় সাধারণ ডায়েরি করেন।’ 

ওসি আবুল খায়ের আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কৌশলে ওই নারী তাঁর নিজের সন্তানকে রবিলা খাতুনের কাছে রেখে পালিয়ে গেছেন। ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। শিশুটি ছেলে, তার বয়স মাত্র এক বছর হওয়ায় তাকে আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী রবিলার হেফাজতে রাখা হয়েছে। আজ (শনিবার) উপজেলা শিশু কল্যাণ কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে