হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামের একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইদ্রিস আলী জেলার ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

ওসি বলেন, ইদ্রিস আলীর কোনো সন্তান নেই। স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গেছেন। এমতাবস্থায় গত এক বছর ধরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরই মধ্যে তিনি স্ট্রোক করেন। মানসিকভাবেও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে পাটগুদাম এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের নিচে মাথা পেতে দেন ইদ্রিস আলী। এতে মাথা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস