হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারসহ স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে কর্তৃপক্ষ বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে।

তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, এ রকম কোনো ঘটনা ঘটেনি। পূর্বশত্রুতার জেরে ওই ছাত্রীর পরিবারের লোকজন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসাতে চাচ্ছেন।

ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নওপাড়া ইউনিয়নের ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং মেয়েটির বাড়ি একই এলাকায়। তিনি ওই মেয়েটিসহ কয়েকজন ছাত্রীকে প্রতিদিন সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়ান। গতকাল সোমবার সকালে অসুবিধা থাকায় ওই দিন রাত ৮টার দিকে বিদ্যালয়ে শিক্ষকদের কক্ষে তিনি মেয়েটিসহ চারজনকে প্রাইভেট পড়ান। এ সময় ওই মেয়েটি তার ঘুম পেয়েছে বলে শিক্ষককে জানায়। পরে ওই শিক্ষক তাকে বাড়ি পৌঁছে দেবেন বলে অন্য একটি কক্ষে নিয়ে যান। একপর্যায়ে মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ ধর্ষণচেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। পরে মেয়েটি কান্নাকাটি করে বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এ ঘটনায় ছাত্রীর পরিবার আজ সকালে থানায় লিখিত অভিযোগ দেয়। সেই সঙ্গে বিদ্যালয়ে গিয়ে বিচার দাবি করে।

অভিযুক্ত শিক্ষক সাইকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এ রকম কোনো কিছুই হয়নি। ওই ছাত্রীর পরিবারের সঙ্গে আমার কিছুটা বিরোধ আছে। পূর্বশত্রুতার জেরে তাঁরা আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছেন।’

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ আমি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম বলেন, ‘বিষয়টি শুনেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে