হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘জমি নিয়ে বিরোধ’: বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার মামলায় ছেলে আব্দুল মতিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার ফুলপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মামলার এজাহারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন নিহত জয়নুদ্দিন। তাঁর দুই স্ত্রী রয়েছে। তিনি তাঁর প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩০ শতাংশ জমি লিখে দেন।

‘ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১৪ ফেব্রুয়ারি ভোরে জয়নুদ্দিন ধানখেতে পানি দিচ্ছিলেন। এ সময় আব্দুল মতিন পেছন থেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।’

এ ঘটনার পর নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে জেলার ফুলপুর উপজেলা থেকে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। 

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল মতিন তাঁর বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার