হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকা সরকারি হাসপাতালে পিত্তথলির প্রথম অস্ত্রোপচার সফল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে পিত্তথলির পাথর অপসারণ করা হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আনিছুর রহমান বাদলের স্ত্রী নাসরিন আক্তারের (৪৫) পিত্তথলিতে অস্ত্রোপচারের মাধ্যমে পাথর অপসারণ করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসেন। তিনি বলেন, ‘ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে খুবই উন্নতমানের অপারেশন থিয়েটার রয়েছে। এখানে দক্ষ সার্জন ও অ্যানেসথেসিয়া চিকিৎসকও রয়েছেন। প্রায় সময় সফলভাবে সিজারিয়ান অপারেশন করা হয়। তবে এই প্রথমবারের মতো সফলভাবে এক নারীর পিত্তথলির পাথর অপারেশন করা হলো।’

হাসপাতালের লোকজন জানান, ভালুকা সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) উন্নতমানের। এখানে প্রায়ই সিজারিয়ান অপারেশন করা হয়। কিন্তু হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম দুই সন্তানের মা এক নারীর পিত্তথলির পাথর সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ এনামুল হক সোহেল এই অস্ত্রোপচার করেন। এতে হাসপাতালের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ এস এফ আর নাহিদ রোগীর অজ্ঞানের কাজ করেন। এ সময় হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসেন ওটিতে অস্ত্রোপচারের সার্বিক সহযোগিতা করেন।

রোগীর ছেলে নিয়ন মিয়া জানান, তাঁরা খুবই আনন্দিত ভালুকা সরকারি হাসপাতাল থেকে এমন একটি সেবা পেয়ে। এ জন্য তিনি পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, সেবিকা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানান।

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক