বিবিসি বাংলার জরিপে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকার ২১তম সানজিদা ইসলাম ছোঁয়ার ‘চকো’ হারিয়ে গেছে। তাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আজ রোববার ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
চকো হলো সানজিদা ইসলাম ছোঁয়ার পালিত বিড়ালের নাম। আজ রোববার সকালে নান্দাইল পৌর সদরের আদর্শ পল্লির ভাড়া বাসা থেকে ছোঁয়ার বিড়ালটি হারিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সানজিদা ইসলাম ছোঁয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার সকাল ১০টার দিকে একটি অনুষ্ঠানের জন্য বের হয়েছিলাম। পরে শুনি বিড়ালটি পাওয়া যাচ্ছে না। বিড়ালটি আমার অনেক শখের ছিল। তবে কেউ নিয়ে না থাকলে নিশ্চয়ই সে ফিরে আসবে।’