হোম > সারা দেশ > ময়মনসিংহ

মধ্যরাতে আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত অপরিচিত মেয়েটির লাশ মিলল সকালে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ। পরনে ছিল কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। 

আজ শুক্রবার সকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তবে বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি। 

নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়েছিলেন এক তরুণী। অপরিচিত হওয়ায় মধ্যরাতে মেয়েটিকে আশ্রয় দেননি আব্দুর রহমান। পরে তরুণী চলে যান। ফজরের নামাজ শেষে সকালের দিকে স্থানীয় মুসল্লিরা মহাসড়কের পাশে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। 

পরে নান্দাইল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে ওই তরুণী আমার বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল। অপরিচিত হওয়ায় আমি তাঁকে আশ্রয় দেইনি। পরে মেয়েটি চলে যায়। সকালের দিকে শুনতে পাই সড়কে এক মেয়ের লাশ পড়ে আছে।  গিয়ে দেখি, সেই মেয়েটি। তার পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক ছিল।’ 

নান্দাইল হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, সড়কের পাশে তরুণীর মরদেহ পড়ে আছে খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর পরিচয় জানা যায়নি। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩