হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ৩ গোয়ালঘরে আগুন, পুড়ল ২ গরু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ধোঁয়ার আগুন থেকে তিনটি গোয়ালঘরে আগুন লাগলে দুটি গরু পুড়ে মারা গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার দক্ষিণপাড়া গ্রামের নাজিম উদ্দীন ও সাদিরের গোয়ালঘরে রাত ১১টার দিকে ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী আব্দুল হান্নান চিৎকার দেন। এতে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করে। পরে খবর দেওয়া হলে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। 

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘বাড়ির বাইরে বের হয়ে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে গেছে।’ 

আগুনে নাজিম উদ্দীনের দুটি গরু পুড়ে মারা যায়। তিনি বলেন, ‘গোয়ালঘরে ধোঁয়া থেকে কেমনে জানি আগুন লেগে যায়। আমরা তো ঘুমিয়ে ছিলাম। পরে পাশের বাড়ির লোকজনের চিৎকারে উঠে দেখি আমার গোয়ালঘর পুড়ে গেছে। আমার শেষ সম্বল দুটি গরু পুড়ে মারা গেছে।’ 

নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আগুনে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’ 

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা