হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ মো. আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মো. রুবেল মিয়া (২০) নামে অপর সহযোগী পালিয়ে যান। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে আজ সকালে গোপন সংবাদে শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে মদসহ আটক করা হয়। আটক আনোয়ার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের বাসিন্দা। আর পালিয়ে যাওয়া রুবেল মিয়াও একই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, আনোয়ার ও রুবেল সুনামগঞ্জ থেকে মদের বোতলগুলো নিয়ে রাজধানীর উদ্দেশে যাচ্ছিলেন। সুনামগঞ্জ থেকে এসে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় ঢাকাগামী বাসে ওঠার চেষ্টা করছিল। গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে আনোয়ারকে ৩৫ বোতল মদসহ আটক করা হয়। এ সময় রুবেল কৌশলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দুপুরে আনোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর পালিয়ে যাওয়া রুবেলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা