হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ মো. আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মো. রুবেল মিয়া (২০) নামে অপর সহযোগী পালিয়ে যান। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে আজ সকালে গোপন সংবাদে শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে মদসহ আটক করা হয়। আটক আনোয়ার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের বাসিন্দা। আর পালিয়ে যাওয়া রুবেল মিয়াও একই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, আনোয়ার ও রুবেল সুনামগঞ্জ থেকে মদের বোতলগুলো নিয়ে রাজধানীর উদ্দেশে যাচ্ছিলেন। সুনামগঞ্জ থেকে এসে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় ঢাকাগামী বাসে ওঠার চেষ্টা করছিল। গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে আনোয়ারকে ৩৫ বোতল মদসহ আটক করা হয়। এ সময় রুবেল কৌশলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দুপুরে আনোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর পালিয়ে যাওয়া রুবেলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে