হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্ত্রীকে হত্যা করে পালিয়ে ছিলেন ২৬ বছর, করেছিলেন বিয়েও

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ফুলবাড়িয়ায় স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন আব্দুল আজিজ (৫০), করেছিলেন বিয়েও। অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুল আজিজ উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

বুধবার (২৫ মে) বিকেলে টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকা থেকে আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক হেলাল উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘১৯৯৬ সালের ৮ জুলাই উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে পারিবারিক বিরোধে আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় তাঁকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। ওই মামলায় আদালত যাবজ্জীবন সাজা দেন আব্দুল আজিজকে। পরে গত বছরের সেপ্টেম্বর মাসে আদালত আব্দুল আজিজের গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু করেন। ওয়ারেন্ট ইস্যুর পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে আসছিলাম। সম্প্রতি জানতে পারি, আব্দুল আজিজ টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকায় বসবাস করছেন। এমন সংবাদ পেয়ে বুধবার বিকেলে অভিযান চালিয় তাঁকে গ্রেপ্তার করি।’

আব্দুল আজিজের বরাত দিয়ে তিনি বলেন, ‘তিনি সেখানে ভাঙারির ব্যবসা করতেন। সেখানে নিজের পরিচয় গোপন করে বিয়েও করেছিলেন। সেখানে তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।’ 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন। ওয়ারেন্ট ইস্যুর পর তাঁকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন