হোম > সারা দেশ > নেত্রকোণা

প্রেমিকের সঙ্গে অভিমানে প্রেমিকার আত্মহত্যা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে মাছুমা আক্তার (২৪) নামের এক প্রেমিকা আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তিনি। মাছুমা আক্তার উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের আব্দুল ছালামের মেয়ে। 

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকার প্রবাসী মোমেন নামের এক যুবকের সঙ্গে মাছুমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মোমেনের পরিবারের লোকজন মাছুমা আক্তারকে অপছন্দ করায় তাঁদের বিয়ে ভেঙে যায়। পরে মদন উপজেলার নায়েকপুর এলাকার জাহাঙ্গীরের সঙ্গে এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাছুমা। প্রেমিক মোমেন মাছুমার স্বামী জাহাঙ্গীরের নিকট তাঁদের পূর্বের প্রেমকাহিনি বলে দেন। এতে জাহাঙ্গীর ও মাছুমার মধ্যে কলহ সৃষ্টি হয়। পরে দুজনের পরিবারের লোকজনের সম্মতিতে ২৮ অক্টোবর তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। সোমবার মোমেনের সঙ্গে মোবাইল ফোনে কথা-কাটাকাটি একপর্যায়ে নিজ বসত ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মাছুমা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মাছুমা নামের এক যুবতী সোমবার আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে