ময়মনসিংহের ভালুকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতেরা হলেন সিনথিয়া আক্তার (২৪) ও তাঁর শিশুকন্যা আয়েশা আক্তার (৩)। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের দক্ষিণপাড়ার বদরুল ইসলামের ভাড়াটিয়া জাহিদ হাসানের স্ত্রী সিনথিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিনথিয়া তাঁর কন্যাশিশুকে নিয়ে গতকাল সোমবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। সকালে ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করেন। এ সময় তাঁদের কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
সিনথিয়ার স্বামী জাহিদ হাসান স্থানীয় একটি টেক্সটাইলে সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত। তাঁর বাড়ি মাগুরা জেলায়। তিনি পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থাকতেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে।