হোম > সারা দেশ > নেত্রকোণা

খালেকদাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন গোলাম ফারুক খান

নেত্রকোনা প্রতিনিধি

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়েছে। এবার এ পুরস্কার পাচ্ছেন কবি গোলাম ফারুক খান। প্রতি বছর নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

বসন্তকালীন সাহিত্য উৎসব উপলক্ষে ১ ফাল্গুন নেত্রকোনায় গোলাম ফারুক খানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

গোলাম ফারুক খান ১৯৫৮ সালের ১ অক্টোবর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সিংহেরগাঁয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা খান মোহাম্মদ আবদুল হাকিম চল্লিশের দশকের প্রধানতম কবি ছিলেন। তাঁর পিতামহ বিখ্যাত বাউল সাধক জালাল উদ্দিন খাঁ।

গোলাম ফারুক খান নেত্রকোনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) সদস্য হিসেবে কর্মজীবনের একাংশ কাটিয়েছেন। বর্তমানে বিশ্বব্যাংকের শিক্ষা বিভাগে সিনিয়র কনসালট্যান্টের দায়িত্ব পালন করছেন।

গোলাম ফারুক খানের কাব্যের মধ্যে রয়েছে গলুইয়ে কাঠের চোখ ভিজে ওঠে; গদ্যগ্রন্থ যতীন সরকারের চিন্তাবিশ্ব: একটি চকিত পরিক্রমা, শিলঙে রবীন্দ্রনাথ, প্রবল অজেয় বাণী তব, প্রফুল্লচন্দ্র ঘোষ: শিক্ষকদের শিক্ষক, আমাদের দাদাভাই আর কচি ও কাঁচা, মুক্তির মন্দির-সোপানতলে: মুনীর চৌধুরী ও নির্বাসন উল্লেখযোগ্য।

বিশ্বকবিতার গুরুত্বপূর্ণ কবিদের কবিতাও অনুবাদ করেছেন গোলাম ফারুক খান। এর মধ্যে স্যাঁ-জন পের্স, ফেদেরিকো গারসিয়া লোরকা ছাড়াও রুশ কবিদের কবিতা রয়েছে।

নেত্রকোনা সাহিত্য সমাজ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সাল থেকে প্রতিবছর ১ ফাল্গুন দেশের বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত ২৯ জন কবি-সাহিত্যিককে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত খালেকদাদ পুরস্কারপ্রাপ্ত কবি-সাহিত্যিকেরা হলেন যতীন সরকার, আনিসুজ্জামান, কবীর চৌধুরী, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রফিক আজাদ, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরীন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হোসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, খালেদ মতিন (মরণোত্তর), রফিকউল্লাহ খান, মারুফুল ইসলাম, কামাল চৌধুরী, শামসুজ্জামান খান (মরণোত্তর), শামীম রেজা, ধ্রুব এষ ও পাপড়ি রহমান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা