হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকেয়া বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকেরা। আজ শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 

শ্রমিকেরা জানান, উপজেলার হবিরবাড়ী এতিমখানা মাদ্রাসা সংলগ্ন ওই ফ্যাক্টরিতে প্রায় ৩৫০ জন শ্রমিক কাজ করেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন ও ওভারটাইমের টাকা নিয়ে টালবাহানা শুরু করলে মিলগেটে বিক্ষোভ করেন তাঁরা। পরে কয়েক দফায় তাঁদের দাবি পূরণ করা হয়। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাঁটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া রেখে ছুটি ঘোষণা করে মিল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার কারখানা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আজ সকালে তাঁরা কাজে যোগদান করতে গিয়ে দেখেন, কারখানার মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তাঁরা বাধ্য হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। 

মিল ম্যানেজার মোহাম্মদ ইমন বলেন, কাজ না থাকায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফ্যাক্টরিতে ছুটি ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকদের বলা হয়েছিল আগামী ১০ নভেম্বরের মধ্যে গত অক্টোবর মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে। কিন্তু আজ সকালে শ্রমিকেরা ফ্যাক্টরিতে এসে আবারও তাঁরা বেতন ও ওভারটাইমের টাকা দাবি করেন। এ বিষয়ে পরে তাঁদের জানানো হবে বললে, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। 

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে। 

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর সহকারী উপপরিদর্শক (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে, কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেওয়া হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে