হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকেয়া বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকেরা। আজ শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 

শ্রমিকেরা জানান, উপজেলার হবিরবাড়ী এতিমখানা মাদ্রাসা সংলগ্ন ওই ফ্যাক্টরিতে প্রায় ৩৫০ জন শ্রমিক কাজ করেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন ও ওভারটাইমের টাকা নিয়ে টালবাহানা শুরু করলে মিলগেটে বিক্ষোভ করেন তাঁরা। পরে কয়েক দফায় তাঁদের দাবি পূরণ করা হয়। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাঁটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া রেখে ছুটি ঘোষণা করে মিল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার কারখানা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আজ সকালে তাঁরা কাজে যোগদান করতে গিয়ে দেখেন, কারখানার মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তাঁরা বাধ্য হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। 

মিল ম্যানেজার মোহাম্মদ ইমন বলেন, কাজ না থাকায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফ্যাক্টরিতে ছুটি ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকদের বলা হয়েছিল আগামী ১০ নভেম্বরের মধ্যে গত অক্টোবর মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে। কিন্তু আজ সকালে শ্রমিকেরা ফ্যাক্টরিতে এসে আবারও তাঁরা বেতন ও ওভারটাইমের টাকা দাবি করেন। এ বিষয়ে পরে তাঁদের জানানো হবে বললে, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। 

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে। 

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর সহকারী উপপরিদর্শক (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে, কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেওয়া হয়।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা