হোম > সারা দেশ > জামালপুর

‘এত কারেন গেলে–আইলে কি কোনো কাম করন যায়’

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জ্বালানি সাশ্রয়ে সরকার ঘোষিত শিডিউল মাফিক লোডশেডিং হওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না জামালপুরের মেলান্দহ উপজেলায়। গত কয়েক দিন ধরে লোডশেডিং তীব্র ভাবে বেড়েছে। প্রতিদিন প্রায় ১৮-২০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।

জেলা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে। তবে গ্রাহকেরা বলছে, সারা দিনে ১২ ঘণ্টা তো নয়ই কয়েক দিন ধরে রাতে ২ ঘণ্টা ও দিনে ২ ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে। বাকি ২০ ঘণ্টাই হচ্ছে লোডশেডিং।

গত সোমবারও দিবাগত রাত নয়টায় বিদ্যুৎ চলে গিয়ে আসে সাড়ে ১১টায়। আবার ১২টা চলে যায় রাত দুইটায় আবার ৩০ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ থাকে। তারপরে বিদ্যুৎ যাওয়ার পর আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ মেলেনি। গত কয়েক দিন ধরে এমন বিদ্যুতের লোডশেডিং।

মেলান্দহ পৌর শহরের পল্লি বিদ্যুৎ গ্রাহক শরিফা ইয়াসমিন বলেন, ‘গত রাতে মনে হয় ১ ঘণ্টা বিদ্যুৎ ছিল। রাত দশটায় ফোন চার্জে দিয়েছিলাম সকাল ৭টায় দেখি ফোন সম্পূর্ণ চার্জ হয়নি। ৭৭ পারসেন্ট চার্জ হয়েছে। সারা রাতে যদি সম্পূর্ণ মোবাইল ফোন চার্জ না হয়। তাহলে তো বোঝাই যাচ্ছে কেমন লোডশেডিং হচ্ছে। তীব্র গরমে লোডশেডিং নিয়ে খুব কষ্টেই রয়েছি। সারা রাত ঘুম হয় না।’

উপজেলা হাজরাবাড়ী পৌরসভার ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রায় দুই মাস আগে থেকেই লোডশেডিং হচ্ছে। তবে ঈদের পরে লোডশেডিং অনেকটাই কমে গিয়েছিল। দুদিন ধরে আবার শুরু হয়েছে। কারেন্ট না থাকলে আমাদের ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে হচ্ছে। এমন লোডশেডিং চলতে থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।’

উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের আমজাদ আলী নামে এক কৃষক বলেন, ‘গরমের কারণে অনেকে ঘুমাতে না। সারা রাত হাতপাখা দিয়ে বাতাস করে রাত পার করেছে। এ অবস্থা চলতে থাকলে মনে হয় গরমে অসুস্থ হয়ে পড়ব। আর ধানের বীজতলা তৈরি করব ভাবতাছি, কিন্তু যে অবস্থা, তাতে পানির অভাবে খেত তৈরি করতে পারব না মনে হচ্ছে। এত কারেন গেলে–আইলে কি কোনো কাম করন যায়।’

এ বিষয়ে জামালপুর পল্লি বিদ্যুৎ সমিতি অফিসের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলমগীর বলেন, ‘সারা দেশেই লোডশেডিং হচ্ছে। আমরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। তাই সারা জামালপুরেই পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে।’ 

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা