বাংলাদেশ যুব অধিকার পরিষদের নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার (২৪ অক্টোবর) রাতে সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক এইচ এম আসাদুজ্জামান ও সদস্যসচিব মো. নাসিফুর রহমান নাসিফ এ কমিটি অনুমোদন দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নান্দাইল উপজেলার শাখার আহ্বায়ক কমিটিতে মো. সাদ্দাম হোসেন সোহাগ কে আহ্বায়ক ও মো. নূরে আলম কে সদস্যসচিব করা হয়েছে। আগামী ৬ ছয় মাসের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সাকিব হাসান ফুল মিয়া, মো. মোজাম্মেল হোসেন হিমেল, মো. রনি মিয়া, মো. সুমন মল্লিক, আসাদুজ্জামান আসাদ, মামুন মিয়া, বিল্লাল সরকার। যুগ্ম সদস্যসচিব খায়রুল ইসলাম, মো. রাসেল মিয়া, মাহমুদুল হাসান শামীম সরকার, মো. ইব্রাহিম, বাদল আমিন, মো. আমিরুল ইসলাম, জুনায়েদ হোসেন, নিজাম উদ্দিন জাহাঙ্গীর আলম।
কার্যকারী সদস্য মো. আব্দুর রহমান, মো. তাইজুল ইসলাম, মো. কাঞ্চন মিয়া, মো. রাসেল মিয়া, মো. জাকারিয়া, মো. আরিফ হাসান, মো. মাহমুদুল হাসান, মো. ফারুক হাসান, মো. মাহমুদুল হাসান, মো. আরিফুল ইসলাম, মো. জাকির হোসেন হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. জিহাদ হাসান।