হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাত্রদল নেতার দোকানে হামলার অভিযোগে আ.লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে আওয়ামী লীগের নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার শাহীন মিয়া সদরের কুলিয়াটি গ্রাম ও জসিম উদ্দিন মৈধাম গ্রামের বাসিন্দা। তাঁরা দুজন মদন উপজেলার আওয়ামী লীগের কর্মী। 

মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার খান এখলাছসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর আসামিরা দলবদ্ধ হয়ে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মেহেদি হাসান মিন্টুর দোকানে হামলা চালান। এ সময় তাঁর দোকানে ভাঙচুর করে মালপত্র লুটপাট করে নিয়ে যান। এ ঘটনায় শুক্রবার রাতে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ‘মেহেদি হাসান মিন্টু ওরফে নবাবের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামি শাহীন মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে