হোম > সারা দেশ > নেত্রকোণা

ভোজ্যতেলের নির্ধারিত দাম কার্যকরে নেত্রকোনায় ভোক্তা অধিকারের তদারকি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ভোজ্যতেলের নতুন নির্ধারিত দাম কার্যকর করতে তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকির সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেছুয়া বাজার এলাকার তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার সকালে জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় তদারকিমূলক এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ তাঁর সঙ্গে ছিলেন। 

সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সয়াবিন ও পামওয়েলের নতুন নির্ধারিত দাম কার্যকরের বিষয়ে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বন্ধন সুপার শপকে পাঁচ হাজার, মেসার্স আশোতোষ ভৌমিককে তিন হাজার ও অরুন স্টোরকে দুই হাজারসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়।’ 

ওসমান গনী আরও বলেন, ‘জরিমানা করা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ