হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইউপি নির্বাচনের মিছিলে গিয়ে পানিতে পড়ে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ইউপি নির্বাচনের মিছিলে গিয়ে পানিতে ডুবে দ্বীন ইসলাম (৭) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত শিশুটি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো. মোস্তফার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে মোয়াজ্জেমপুর ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান পদপ্রার্থীরা মিছিল বের করেন। মিছিল দেখে বাকপ্রতিবন্ধী দ্বীন ইসলাম কাউকে না বলে মিছিলে চলে যায়। একপর্যায়ে রাস্তার পাশে জনৈক আবু রায়হানের মাছের খামারে পড়ে ডুবে যায় দ্বীন ইসলাম। 

এ বিষয়ে শিশুটির মা ফরিদা খাতুন জানান, নির্বাচনের মিছিল দেখে অন্য শিশুদের সঙ্গে সে মিছিলে গিয়েছিল। বাড়ির আশপাশে অনেক জায়গায় খোঁজার একপর্যায়ে রাস্তার পাশে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করেন। 

মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কালাম বলেন, ‘ছেলেটি বাকপ্রতিবন্ধী ছিল। শুনেছি মিছিলের পেছন থেকে পানিতে পড়ে ডুবে মারা গেছে।’ 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে