হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় শিশু হত্যা ও মাদকের মামলায় ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় শিশু হত্যা ও দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা পৌরশহরের চকপাড়া এলাকার মো. কাইয়ুম ওরফে কিংকন (৪৫), মঈনপুর এলাকার ইয়াসমিন আক্তার (৩৫) ও সদরের দেওপুর গ্রামের (মুক্তির বাজার) পলাশ সরকার (৪৩)। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কমলেশ কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার ডুমুরিয়াকোনা গ্রামের সুমন মল্লিকের গোয়াল থেকে গুরু চুরি করে ধরা পড়েন পলাশ সরকার। পরে স্থানীয় বিচারে অপমানিত হয় পলাশ সরকার। এর প্রতিশোধ নিতে ২০১৩ সালের ২৫ আগস্ট সুমন মল্লিকের ছেলে বিশাল মল্লিককে (৬) হত্যা করে পলাশ সরকার ও স্থানীয় ডুমুরিয়াকোনা গ্রামের দুজন। 

২৬ আগস্ট আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। 
সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর আদালতে পাঠানো হয়। 

অপরদিকে জেলায় প্রথম মাদকের চালান আমদানিকারক হিসেবে পরিচিত পাওয়া কাইয়ুম ওরফে কিংকনকে ২৩০ গ্রাম হেরোইনসহ ২০১৮ সালে ২৪ জুন গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে তদন্ত শেষে একই বছরের ২১ আগস্ট আদালতে কিংকনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 

 ২০১৮ সালের ২৭ মে ৫০৭ গ্রাম হেরোইনসহ ইয়াসমিন আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াসমিন ও তাঁর স্বামী মাদকের কারবারি। এ মামলায় একই বছরের ২ আগস্ট ইয়াসমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 

রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কমলেশ কুমার চৌধুরী বলেন, হাওরাঞ্চলের এই নিভৃত জনপদে বিচারহীনতার সংস্কৃতি থেকে মানুষ দ্রুত মুক্তি পাচ্ছে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ