হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার সকাল ৯টার দিকে বালু বোঝাই ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার বাবুপুরের বাসিন্দা মৃত হাফিজ উদ্দিনের ছেলে হাজী মো. কলিমুদ্দিন (৮৫), একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়ার বাসিন্দা আ. হেকিমের ছেলে আ. সাত্তার ড্রাইভার (৪০) ও উপজেলার চকরামপুরের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন(৫০)।

ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে নিহতদের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০