হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি টঙ্গী থেকে গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার প্রশান্ত কুমার রায়। ছবি : আজকের পত্রিকা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে নেত্রকোনায় সাত-আটটি নাশকতার মামলা রয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ জুন নেত্রকোনা শহরে প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন আরও ১০-১২ জন দলীয় নেতা-কর্মী।

এ ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশান্ত রায়ের বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত