হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় ৬ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর আজ বুধবার দিনব্যাপী ভালুকা উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে। নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও ভূমির উপরিভাগের মাটি ব্যবহারে দায়ে এ জরিমানা করা হয়েছে। এ সময় ৩টি ইটভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এবং জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভালুকা উপজেলার পলাশতলী গ্রামে সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস ও খারুয়ালী গ্রামে সিদ্দিকীয়া ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং উপজেলার মেদিলা গ্রামে আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও সহকারী পরিচালক নাজিয়া আক্তার উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও অবৈধ ভাবে ভূমির টপসয়েল ব্যবহার করার দায়ে এসব ভাটাকে জরিমানা করা হয়েছে। এ সময় তিনটি ভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২