হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় ৬ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর আজ বুধবার দিনব্যাপী ভালুকা উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে। নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও ভূমির উপরিভাগের মাটি ব্যবহারে দায়ে এ জরিমানা করা হয়েছে। এ সময় ৩টি ইটভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এবং জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভালুকা উপজেলার পলাশতলী গ্রামে সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস ও খারুয়ালী গ্রামে সিদ্দিকীয়া ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং উপজেলার মেদিলা গ্রামে আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও সহকারী পরিচালক নাজিয়া আক্তার উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও অবৈধ ভাবে ভূমির টপসয়েল ব্যবহার করার দায়ে এসব ভাটাকে জরিমানা করা হয়েছে। এ সময় তিনটি ভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা