হোম > সারা দেশ > নেত্রকোণা

বারহাট্টায় বিএনপির কার্যালয় ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিএনপির নেতারা বলছেন, কার্যালয়ে তাঁরা কৃষকদের মধ্যে বীজ বিতরণ করার আয়োজন করছিলেন। এ সময় আওয়ামী লীগের মদদে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের এই সেবামূলক কার্যক্রমে হামলা চালান। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতারা বলছেন, কার্যালয়ে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আলোচনা করছিল বিএনপি। এই পরিকল্পনা নস্যাৎ করতেই ছাত্রলীগ সেখানে গিয়ে তাঁদের প্রতিহত করেছে। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল, কয়েকটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও কয়েকটি লাঠি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
 
এ নিয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশতাক আহমেদ বলেন, ‘আজকে আমাদের কার্যালয়ে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কৃষকদের মধ্যে বীজ বিতরণের একটা কর্মসূচি ছিল। তখন উপজেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আমাদের কার্যালয়ে এসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এতে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।’ 

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা তাঁদের কার্যালয়ে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে অস্থিতিশীল কার্যক্রম করার আলোচনা করছিলেন। এমন খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করেন। পরে পুলিশ গিয়ে ককটেল ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা