হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় সড়ক দখল করে অবৈধ ট্রাকস্ট্যান্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন  ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।  

নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা  উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়।  বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ  বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে  ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।  

এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।   

এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন  এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।  
  
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা