হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

 ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ আটক ছাত্রদল নেতা বুলবুল আহম্মেদ সজীবকে (৩০) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশের এক এসআই আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বুলবুল আহম্মেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, একটি ম‍্যাগাজিনসহ সজীবকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁকে থানায় নিয়ে আসার পথে তাঁর সমর্থকেরা বাধা দেন। এ সময় তাঁরা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জখম হন। এ সময় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

মোহাইমেনুল রশিদ আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন উপস্থিত ছিলেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে