হোম > সারা দেশ > ময়মনসিংহ

সবজিখেত থেকে কৃষকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শেরপুর প্রতিনিধি

শেরপুরের সদর উপজেলায় সবজিখেত থেকে মো. কবেজ উদ্দিন (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহত কবেজ উদ্দিন রামেরচর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ও বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিষ্টার আলীর চাচাতো ভাই। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কবেজকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কেউ আটক হননি। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেশ কিছুদিন ধরে শেরপুর সদর উপজেলার রামেরচর গ্রামের সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার রাত ১০টার দিকে আকন্দ বাড়ির সদস্য কবেজ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি না ফেরায় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে আজ সকালে এলাকার কয়েকজন একটি মুলাখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বলেন, ‘নিহত কবেজের শরীরে দেশি ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ওসি বছির আহম্মেদ আরও বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে অনেকদিন ধরে রামেরচর গ্রামের কয়েকজনের মধ্যে পূর্বশত্রুতা চলছিল। এর জেরে দুর্বৃত্তরা গতকাল রাতের কোনো একসময় কবেজকে হত্যা করে লাশ মুলাখেতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ