হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নদ-নদীর পানি কমছে

নেত্রকোনা প্রতিনিধি

বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ-নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পায়। 

এদিকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোলরুম। 

গতকাল সোমবার বিকেল থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত জেলার কোথায়ও বৃষ্টিপাত হয়নি। এতে জেলার সব কটি নদ-নদীর পানি কমেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে থেকেও পানি নেমে যেতে শুরু করেছে। আজ সারা দিন রোদ থাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানিও কমতে দেখা গেছে। 

এ ছাড়া জেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই, গণেশ্বরী, সোমেশ্বরী, কংস, ধনুসহ অন্যান্য নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে বইছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার কোথায়ও বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এর মধ্যে উব্দাখালী নদীর পানি আজ (মঙ্গলবার) সকাল ৬টা ও ৯টায় বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সন্ধ্যা ৬টায় ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাউব। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান আজকের পত্রিকা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না থাকলে পানি কমবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে