হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় মহাসড়কের পাশে যুবকের লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে এল’এসকোয়্যার এল’এ্যাস্কয়ার লিমিটেডের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম নাজমুল ইসলাম (২৮)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় নাজমুল ইসলামের স্ত্রী মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নাজমুলের স্ত্রী মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকায় তাজউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এল’এসকোয়্যার কোম্পানিতে চাকরি করতেন। ৪ মাস ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ কারণে নাজমুল আলাদা ভাড়া বাসায় থাকতেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে কোম্পানির ছুটির সময় নাজমুল স্ত্রীর সঙ্গে এল’এসকোয়্যার কোম্পানির সামনে দেখা করতে গেলে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরদিন সকালে মহাসড়কের পাশে নাজমুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মুখের গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল