নান্দাইলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবদুল আজিজ (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত আবদুল আজিজ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে আজিজ তাঁর বাড়ির কাজের জন্য বাঁশ কাটতে যান। বাঁশ কাটার পর সেটি পাশের একটি বিদ্যুৎ লাইনে পড়ে যায়। পরে বিদ্যুতের লাইন থেকে বাঁশ টেনে নামাতে চাইলে বিদ্যুতায়িত হয়ে সেখানেই তিনি মারা যান।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে আমাদের কোন কিছু জানানো হয়নি। সাংবাদিকদের মাধ্যমেই শুনলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।