ময়মনসিংহ সিটি করপোরেশনে পঞ্চম দিনের মতো চলছে মশা নিধন কার্যক্রম। গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকেলে দ্বিতীয় ধাপে এই কার্যক্রম শুরু হয়। এর আগে ২৬ জুলাই থেকে চলে এ কার্যক্রমের প্রথম ধাপ।
মসিক মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশে সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে দ্বিতীয় ধাপে একযোগে ওয়ার্ড কাউন্সিলর ও মসিক কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে এ কার্যক্রম পরিদর্শন করেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নগর-পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।
এ বিষয়ে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘এডিস মশার বিস্তার রোধ ও মশা থেকে নগরবাসীকে রক্ষা করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে আগের বছরগুলোর মতো এ বছরও আমরা চেষ্টা করে যাচ্ছি।’