হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দা থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় একটি হত্যা মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। লেঙ্গুরা এলাকা থেকে আজ রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর একটি দল। র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ গামারীতলা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গত ৩ মার্চ ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলীকে (৬৩) বাড়ি থেকে ডেকে নিয়ে চারুয়া বিলের ধানখেতের পাশে ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যান রফিকুল। পরদিন জ্ঞান ফিরলে নিজেকে ধানখেতে আবিষ্কার করেন লস্কর।  রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে ভোরে মৃত্যুবরণ করেন তিনি। 

এ ঘটনায় লস্কর আলীর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করে  ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে রফিকুলসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা  হয়।
 
র‍্যাব-১৪-এর  সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আজ রোববার সকালে তাঁকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে