হোম > সারা দেশ > নেত্রকোণা

বউ-শাশুড়ির দ্বন্দ্বে মৌলভির মৃত্যু, নারীসহ আহত ৭  

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে বউ-শাশুড়ির দ্বন্দ্বে শফিকুল ইসলাম (৬০) নামে এক মৌলভি মারা গেছেন।  গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ৭ জন আহত হয়েছেন। 

মৃত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। 

আহতরা হল-ইব্রাহীম (৮০), মোবারক হোসেন (২৫), মাসুম মিয়া (১২), মিনারা আক্তার (৫০), জুনাঈদ (১৫), রিনা আক্তার (৩৮) ও কাদির মিয়া (১৩) 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দিনের ছেলে মোবারক হোসেন ৩-৪ বছর আগে ফতেপুর মড়লপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মুন্না আক্তারকে বিয়ে করেন। গতকাল সন্ধ্যায় মুন্না আক্তার তাঁর শাশুড়ি রিনা আক্তারের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক শুরু করেন। পরে মুন্না আক্তার তাঁর বাবার বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে তর্কবিতর্ক জানান। তাঁর কথা শুনে বাবা আব্দুল মান্নান লোকজন নিয়ে ধারালো অস্ত্র নিয়ে রাত ৯টার দিকে মোবারক হোসেনের বাড়িতে হামলা চালায়। 

পরিস্থিতি সামলাতে যেয়ে প্রতিবেশী মৌলভি শফিকুল ইসলাম ছুরিকাঘাতে আহত হন। এ সময় মোবারক হোসেনসহ আরও ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।  আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক