হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিরাপদ সড়কের দাবিতে ত্রিশালে মানববন্ধন, অবরোধ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এ সময় এলাকাবাসী ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ নানা ধরনের স্লোগান দেন। বিক্ষোভকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার আশপাশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। 

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় আরিফুল হক এরশাদ বলেন, ‘মহাসড়কের এই স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিচ ঢালাইয়ের কারণে দ্রুতগামী বাস-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে নিয়মিত। একটু রোদ-বৃষ্টি হলেই এই স্থানের পিচ গলে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত মহাসড়কের এই অংশের সংস্কার চাই।’ 

মানববন্ধনে স্থানীয় আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। খুব দ্রুত মহাসড়কের এই স্থানটি সংস্কার করে দেওয়া হবে এবং অতিরিক্ত পিচ ঢালাই সরিয়ে নেওয়া হবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মহাসড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে যে, বিষয়টি দেখে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় অন্য গাড়ির পেছন থেকে ধাক্কায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন। এর আগে গত দুই সপ্তাহে একই স্থানে একাধিক দুর্ঘটনা সংঘটিত হয়। তাতে একজন নিহতও হয়েছেন।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র