ময়মনসিংহের ত্রিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় এলাকাবাসী ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ নানা ধরনের স্লোগান দেন। বিক্ষোভকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার আশপাশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় আরিফুল হক এরশাদ বলেন, ‘মহাসড়কের এই স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিচ ঢালাইয়ের কারণে দ্রুতগামী বাস-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে নিয়মিত। একটু রোদ-বৃষ্টি হলেই এই স্থানের পিচ গলে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত মহাসড়কের এই অংশের সংস্কার চাই।’
মানববন্ধনে স্থানীয় আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। খুব দ্রুত মহাসড়কের এই স্থানটি সংস্কার করে দেওয়া হবে এবং অতিরিক্ত পিচ ঢালাই সরিয়ে নেওয়া হবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় অন্য গাড়ির পেছন থেকে ধাক্কায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন। এর আগে গত দুই সপ্তাহে একই স্থানে একাধিক দুর্ঘটনা সংঘটিত হয়। তাতে একজন নিহতও হয়েছেন।