হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধোবাউড়ায় স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি চুরির পর উদ্ধার

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অর্ধকোটি টাকা মূল্যের সরকারি গাড়ি চুরি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাড়িটি হাসপাতালের ভেতর থেকে চুরি হয়।

স্থানীয়রা জানায়, চুরির বিষয়টি হাসপাতালের নাইটগার্ড আব্দুর রাজ্জাকের নজরে পড়লে হইচই শুরু হয়। গাড়িচালক আবিদ বিষয়টি রাতেই থানায় জানায়। খোঁজাখুঁজি করে বাঘবেড় ইউনিয়নে দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে গাড়িটির সন্ধান পাওয়া যায়। গভীর রাতে বালিগাও বাজারে একটি দোকানের ওপর গাড়িটি তুলে দেয়। এতে দোকান ভেঙে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে গাড়ি চালক আবিদ বলেন, স্থানীয় এক যুবক তার কক্ষ থেকে চাবি চুরি করে গাড়ি নিয়ে যায়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন বলেন, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

একই রাতে হাজংপাড়া গ্রামের শামসুদ্দিনের বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। হঠাৎ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, রাতে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চারদিকে নজরদারি রেখেছি। চোর গাড়ি রেখে পালিয়ে গেছে। এরপর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গাড়ি চুরির ঘটনায় তদন্ত চলছে। 

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার