হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধোবাউড়ায় স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি চুরির পর উদ্ধার

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অর্ধকোটি টাকা মূল্যের সরকারি গাড়ি চুরি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাড়িটি হাসপাতালের ভেতর থেকে চুরি হয়।

স্থানীয়রা জানায়, চুরির বিষয়টি হাসপাতালের নাইটগার্ড আব্দুর রাজ্জাকের নজরে পড়লে হইচই শুরু হয়। গাড়িচালক আবিদ বিষয়টি রাতেই থানায় জানায়। খোঁজাখুঁজি করে বাঘবেড় ইউনিয়নে দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে গাড়িটির সন্ধান পাওয়া যায়। গভীর রাতে বালিগাও বাজারে একটি দোকানের ওপর গাড়িটি তুলে দেয়। এতে দোকান ভেঙে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে গাড়ি চালক আবিদ বলেন, স্থানীয় এক যুবক তার কক্ষ থেকে চাবি চুরি করে গাড়ি নিয়ে যায়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন বলেন, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

একই রাতে হাজংপাড়া গ্রামের শামসুদ্দিনের বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। হঠাৎ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, রাতে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চারদিকে নজরদারি রেখেছি। চোর গাড়ি রেখে পালিয়ে গেছে। এরপর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গাড়ি চুরির ঘটনায় তদন্ত চলছে। 

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র