হোম > সারা দেশ > নেত্রকোণা

মেয়েকে নিয়ে যাওয়া হলো না পাপ্পুর

নেত্রকোনায় প্রতিনিধি

চার বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে স্ত্রীর অফিসে যাচ্ছিলেন পাপ্পু মজুমদার (৪০)। পথিমধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে লেবেল ক্রসিংয়ে পাশে একটি দোকানে মেয়েকে বসিয়ে রাখেন। এ সময় রেললাইনের পাশ দিয়ে কানে হেডফোন লাগিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার নেত্রকোনার বারহাট্টা উপজেলার ইসপিঞ্জাপুর লেবেল ক্রসিংয়ে বিকেল সাড়ে ৪টার দিকে। তিনি নেত্রকোনা শহরের পাটপট্টি এলাকার বাসিন্দা এবং ৭১ বাংলা টিভি নামে একটি অনলাইন মিডিয়ার জেলা প্রতিনিধি।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রহুল আমিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাপ্পু মজুমদারের (৪০) স্ত্রী মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীতে চাকরি করেন। তিনি মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মোহনগঞ্জে স্ত্রীর অফিসে যাচ্ছিলেন। পথে ইসপিঞ্জাপুর রেলক্রসিংয়ের পাশে একটি দোকানে মেয়েকে বসিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।

এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে পাপ্পু রেললাইনের পাশে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাপ্পুর সহকর্মী আমিনুল ইসলাম মনি বলেন, ‘কানে হেডফোন থাকায় ট্রেনের হর্ন শুনতে পাননি পাপ্পু। অন্যদিকে রেলক্রসিংয়ের গেটম্যানও চিৎকার করে সরে যেতে বলছিল। কিন্তু কানে হেডফোন লাগিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটার কারণে গেটম্যানের চিৎকার, ইশারা আর ট্রেনের হর্ন কিছুই তিনি শুনতে পাননি।’ 

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে