হোম > সারা দেশ > ময়মনসিংহ

বেতন নিতেন হাসপাতালের, কাজ করতেন এমপির বাড়িতে 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি পান মোশারফ হোসেন ও সুজন মিয়া নামে দুই যুবক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিয়োগের পর থেকে হাসপাতালের বেতন-ভাতা পেয়েও কাজ করতেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের বাড়ি ও খামারে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ পান উপজেলার দেউলডাংরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোশারফ হোসেন। হাসপাতালে নিয়োগ পেলেও কাজ না করে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নান্দাইল পৌর সদরের বাসায় কাজ করতেন ২০২০ সালের জুলাই পর্যন্ত। বেতন-ভাতা কম থাকায় মোশাররফ হোসেন বিদেশ চলে যান। একই বছরের আগস্টে মোশাররফ হোসেনের পরিবর্তন একই ইউনিয়নের কোনাদেউলডাংরা গ্রামের নূর উদ্দিনের ছেলে সুজন মিয়া পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগদান করেন।

মোশাররফ হোসেনের মতো সুজন মিয়াও হাসপাতালের কাজ না করে সংসদ সদস্যের নিজ বাড়ি জাহাঙ্গীরপুর গ্রামের গরু-ছাগলের খামারে কাজ শুরু করেন এবং ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সেখানে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি তুহিন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। এরপর থেকে সুজন মিয়া গরু-ছাগলের খামারের কাজ ছেড়ে দেন। অন্যদিকে হাসপাতালেও যান না। মোশাররফ হোসেন ও সুজন মিয়া বিশেষ বলয়ে হাসপাতালের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে প্রতি মাসে তিন হাজার টাকা সম্মানী ভাতা নিতেন।

অভিযোগের বিষয়ে সুজন মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। হাসপাতাল থেকে প্রতি মাসে তিন হাজার টাকা নিলেও কাজ করতাম এমপির বাড়ির খামারে। এমপি প্রতি মাসে আমাকে আরও চার হাজার টাকা দিত। এহন তো চাকরি নাই, যদি আবার চাকরিটা ফিরে পেতাম তাহলে চলতে পারতাম।’

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বলেন, ‘বিষয়টি অনিয়ম ও দুর্নীতি। উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক এমপি ও কমিটির সদস্যের জোর সুপারিশে অস্থায়ী নিয়োগ দিতে বাধ্য হই। এসব অনিয়মের ব্যাপারে মুখ খুললে আমাকে হেয়প্রতিপন্ন করা হবে, এ ভয়ে কিছু বলতে পারিনি।’

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ