প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে আলতাব উদ্দিন (৬০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাব উদ্দিন উস্থি ইউনিয়নের বাগেরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের জামিল মিয়ার বাড়িতে গতকাল মাটির ঘরের দেয়াল সংস্কারের কাজ করছিলেন আলতাব উদ্দিন। পরে বিকেলের দিকে মাটির দেয়াল ধসে চাপা পড়েন তিনি। এ সময় বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।