হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভুল না অবহেলা?

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুরে শালিহর বধ্যভূমিতে নবনির্মিত স্মৃতিসৌধের নামফলকে ‘গণশহীদদের’ নামের তালিকার শিরোনামে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা হয়েছে। এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ গণপূর্ত বিভাগ এ ভুলের জন্য একে অপরকে দায়ী করছে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার বলেন, ‘শালিহর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের শুরু থেকেই চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা কেবল একটি ভুল নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও গণশহীদদের প্রতি অবহেলা করা হয়েছে।’

কমান্ডের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা অভিযোগ করে বলেন, ‘শুধু ইতিহাস বিকৃতি নয়, এ স্মৃতিসৌধ নির্মাণে ব্যাপক কারচুপি ও অনিয়ম করা হয়েছে।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সামিল।’ এ ভুলটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণশহীদদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখপূর্বক তালিকা মোতাবেক বধ্যভূমির স্মৃতিসৌধের নামফলকে তাঁদের নাম লেখা হয়েছে। আর এ তালিকা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তা ছাড়া নবনির্মিত স্মৃতিসৌধ হস্তান্তরের সময় এ বিষয়ে ইউএনও কোনো অভিযোগ করেননি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে উল্লেখিত ব্যক্তিদের গণশহীদ হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। কাউকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়নি। এ ভুলের দায় গণপূর্ত বিভাগের।’ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন বলে তিনি জানান। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার