নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজমুল সায়াদাৎ বাবুল (৫৮) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর জানাজা শুক্রবার বাদ আসর পৌর শহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।