হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে এডিসের লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে জরিমানা 

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

নগরীর নতুন বাজার এলাকায় মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ওই দুই ভবনমালিককে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ। 

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এরই মধ্যে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, ফগিং, স্প্রে ছিটানো, মাইকিং, লিফলেট বিতরণ, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। 

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি করপোরেশনে এডিস মশার লার্ভা পাওয়ায় গত দুই মাসে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।     

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ