বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে এবং শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। আজ রোববার সকালে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে ও পরীক্ষা তুলে দিলে কোনো সমস্যা হবে না। পরীক্ষা সম্পূর্ণ উঠে যাবে না। অনেক পরীক্ষাই থাকবে। আবার অনেকগুলো ধারাবাহিক মূল্যায়নে চলে যাবে। এর মধ্য দিয়ে শিক্ষার বিষয়টি আকর্ষণীয় ও আনন্দময় করে তুলতে চাই। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে পড়াশোনা করবে ও শিখবে। সব উন্নত দেশেই এ পদ্ধতি চালু রয়েছে।
ডা. দীপু মনি বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন পুরোদমে চলছে। আশা করি এখন থেকে এভাবেই খোলা রেখে চলতে পারবে। গত দুই বছরে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি আমাদের আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে না। তবে এ জন্য সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
পরে মন্ত্রী শহরের চকবাজারের শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেন।