হোম > সারা দেশ > নেত্রকোণা

ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (১২) ও একই গ্রামের রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় চালকসহ ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করেন।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ