হোম > সারা দেশ > ময়মনসিংহ

অনলাইনে আ.লীগকে সংগঠিত করার চেষ্টা, অধ্যক্ষ আটক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে কলেজের অধ্যক্ষ আটক। ছবি: আজকের পত্রিকা

অনলাইনে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনার (৪৫) নামের এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার বিকেলে নগরীর নতুন বাজার ক্যাপিটাল কলেজ থেকে তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ডিভাইস ও অ্যাপস ব্যবহার করে দলটির পলাতক নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।

মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং ব্যক্তিমালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১৩ ব্যাটালিয়নের ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার গোয়েন্দা তথ্যে এই অভিযান চালানো হয়।

এ সময় আটক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল ফোন ও তাঁর ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইসে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় অধ্যক্ষ মিনারকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় অভিযানের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।

আরও খবর পড়ুন:

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে