হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন 

নেত্রকোনা প্রতিনিধি

শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার বলেছেন, ‘বই আমাদের মনের খোরাক জোগায়। চিন্তাচেতনার বিস্তৃত করে। বই আমাদের মানবিক করে তোলে। সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না। যিনি যত বই পড়েন, তিনি যত জানেন। যিনি যত জানেন, তিনি তত মানবিক ও সংবেদনশীল হন। বই হচ্ছে সভ্যতার বাহন। অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।’

আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনায় সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা গণগ্রন্থাগারের উদ্যোগে এ মেলার আয়োজনে করা হয়েছে।

এ সময় মতীন্দ্র সরকার আরও বলেন, ‘মানুষের ভাবনার বহিঃপ্রকাশের চিরায়ত মাধ্যমই হচ্ছে বই। বই মানুষের ভাবনাকে ঋদ্ধ করে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে।’

এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা গণগ্রন্থাগারের সহসভাপতি মো. আবদুল হান্নান রঞ্জন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্কৃতিকর্মী চিন্ময় তালুকদার। স্বাগত বক্তব্য দেন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান।

উদ্বোধক মতীন্দ্র সরকার ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, কবি অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহম্মেদ, ছড়াকার শ্যামলেন্দু পাল, প্রাবন্ধিক স্বপন পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা হায়দার জানাহান চৌধুরী বলেন, ‘বই পড়ার প্রতি এখন আমাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্টফোনের দিকে ঝুঁকে পড়ছি। কিন্তু যত প্রযুক্তির আসুক, বই পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারবে না।’

আয়োজকেরা জানান, সাত দিনব্যাপী মেলায় অন্তত ১৮টি বইয়ের দোকান বসেছে। এ ছাড়া প্রতিদিন বিকেল থেকে রাত পযন্ত প্রবন্ধ পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ