হোম > সারা দেশ > ময়মনসিংহ

চুরি যাওয়া ৬টি গরুর মূল্য ৫ লাখ টাকা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার দিকে তিন কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে। কৃষকেরা জানান চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। 

চুরি যাওয়া গরুর মালিকেরা হলেন, কৃষক আলমগীর, শরীফ ও নজরুল ইসলাম। 

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙে চোরের দল কৃষক আলমগীর, শরীফ ও নজরুল ইসলামের ২টি করে মোট ৬টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরের দল। 

আলমগীর বলেন, শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে গরুগুলো চুরি করে নিয়ে যায়। কয়েকজন গ্রামবাসী উথুরী গ্রামের এশিয়ান হাইওয়ে রোড দিয়ে পিকআপে গরু নিয়ে যাওয়ার বিষয়টি দূর থেকে দেখতে পান।

উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবরে একটি সংঘবদ্ধ চোরের দল দিবাগত রাতে গফরগাঁও পৌর এলাকা থেকে পাঁচ ব্যবসায়ীর দোকানের সামনে থেকে ১২টি তেলের ড্রাম পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। চুরির বিষয়টি বাজারের বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। ঘটনাটি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠিয়েছি। 

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২